বাহরাইন প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস, বাহরাইন এর তত্ত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বাহরাইনস্ত যুব সংগঠন ইয়ুথ এন্টারপ্রেনার এন্ড সোসিয়াল সোসাইটি (ইয়েস) এর মাধ্যমে মানবিক শুভেচ্ছা উপহার বিতরণ করা হয় |
সংগঠনটি আজ বাহরাইন এর বিভিন্ন স্থান যেমন জুফের, হূরা, গুদাইবিয়া এবং মানামা এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রবাসী ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের মাঝে এই উপহার সামগ্রী পৌঁছে দেয়|
বিতরণকালে সংগঠনের আহ্বায়ক কমিটির দায়িত্বশীলদের মধ্যে মোরশেদুল ইসলাম, ওমর ফারুক, মো: ওয়াসিম,বেলাল হোসেন,মো: মাইনুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন|
সংগঠনের সাবেক চেয়ারম্যান জনাব মোরশেদুল ইসলাম বলেন বাহরাইনে প্রবাসী বাংলাদেশি যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তাদের মধ্যে থেকে সৎ,কর্মঠ, উদ্যমী ও শিক্ষিত যুবকদের ঐক্যবদ্ধ করে এই সংগঠনটি বিগত প্রায় তিন বছর ধরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নীতি নৈতিকতা,আইন শৃঙ্খলা মেনে চলা ও পাশাপাশি নিজস্ব দক্ষতা উন্নয়নে সচেতনতামূলক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন,বর্তমান এই পরিস্থিতিতে আমাদের দল-মত ও আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে সব ধরনের সংগঠনের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রেখে ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়া প্রবাসী বাংলাদেশীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নেই