নিজস্ব প্রতিবেদকঃ নবপুষ্প ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা, যতরপুর এর উদ্যোগে ০৮ ইং এপ্রিল রোজ শুক্রবার রাত ১০ ঘটিকার সময় ক্লাব কমিটির সভাপতি আজহারুল কবীর চৌধুরী সাজুর সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় এলাকার সৌন্দর্য বৃদ্ধি, এলাকায় অপরিচিত লোকজনের চলাফেরার গতি পর্যবেক্ষণ, নৈশ প্রহরীর মান উন্নয়ন করা, নৈশ প্রহরীদের মধ্যে নতুন ইউনিফর্ম বিতরণ আরো একজন নতুন সুপারভাইজার নিয়োগ, সিটি কর্পোরেশনের পানির লাইন পূর্ণ সংস্কার করার জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহারের জন্য কিছু ফেস্টুন তৈরি করা সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়|
পাশাপাশি আসন্ন সিটি কর্পোরেশনের কাউন্সিলার নির্বাচনে এলাকার সকলের ঐকমত্যের ভিত্তিতে একজন কাউন্সিলর প্রার্থী মনোনীত করার জন্য সিদ্ধান্ত নেয়া হয় |
আলোচনায় সভায় বক্তব্য রাখেন আলী আক্তার উজ জামান বাবুল, আব্দুল জলিল লেবু, সেতু চৌধুরী, ওয়াহিদ উদ্দিন, অরূপ রায়, মনিরুজ্জামান চৌধুরী,রোটারিয়ান শহিদুর রহমান সোহেল |
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুহেল চৌধুরি,ঝলক দে, রুমেল আহমদ, রাহেল আহমদ, জুনায়েদ আহমদ,হুসাইন আহমদ রফি,জয়নুল প্রমূখ।