নিজস্ব প্রতিবেদকঃ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সামাজিক সংগঠন পরিবর্তন এর উপশহরস্থ কার্যালয়ে “অর্থনৈতিক উন্নয়ন ও পরিবর্তনের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সংগঠনের ভাইস চেয়ারম্যান আলী আখতার উজ্ জামান বাবুল এর সভাপতিত্বে ও এপিপি মোহাইমিন চৌধুরি বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি,সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও পরিবর্তন এর অ্যাডভাইজার জনাব বিজিত চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলার স্বাধীনতা একদিনে আসেনি, ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সালের ২৬ শে মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর নেতৃত্বে ধাপে ধাপে ১৬ ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়| বিভিন্ন সময়ে স্বাধীনতার ইতিহাস নিয়ে বিকৃতি করা হলেও আজ জনগণ এই বিষয়ে সচেষ্ট | তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান | তিনি পরিবর্তনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং এ কার্যক্রম অব্যাহত রাখার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন |
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিসবাহ আহমদ|
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সদস্য ফারহানা আহমেদ,আতিকুর রহমান, হোসাইন আহমেদ রফি,তাসফিয়া তাবাসসুম,ফয়জুল হক,আনিকা তাবাসসুম,রফিকুর রহমান প্রমূখ|
সংগঠনের সাধারন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদ আহমদ,মিন্নি আখতার ,নুরুন্নেছা খাতুন ,এজাজ ,নিতু ,আহমেদ হোসেন , জাকির,সাথি,তাস্মিনা,মুনিরা ,স্বরনালী ,শান্তা রানি ,ফারহানা প্রমূখ |