নিজস্ব প্রতিবেদকঃ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সামাজিক সংগঠন পরিবর্তন এর উপশহরস্থ কার্যালয়ে সংগঠনে নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিটের পরিচালনায় প্রতিপাদ্য বিষয় “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য “শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সংগঠনের ভাইস চেয়ারম্যান নাসিমা বেগম এর সভাপতিত্বে ও অর্গেনাইজিং সেক্রেটারি তাসফিয়া তাবাসসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন এর কাউন্সিলর ও সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগ এর সভাপতি শাহানারা বেগম।
বর্তমান সময়ে নারীদের এগিয়ে যাবার সফলতার ক্ষেত্রে সরকারের বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরে প্রধান অতিথি বলেন বর্তমান নারীবান্ধব সরকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদান টেকসই করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যা আগামী দিনে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে | তিনি সামাজিক সংগঠন পরিবর্তন এর বিভিন্ন সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং বিশেষ করে সংগঠনের নিজস্ব অর্থায়নে যুব ও নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ফ্রী প্রশিক্ষণ (বেসিক কম্পিউটার,স্পোকেন ইংলিশ,উদ্যোক্তা উন্নয়ন) কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন| তিনি সামাজিক দায়িত্ববোধ থেকে সবাইকে পরিবর্তনের অঙ্গীকার বাস্তবায়নে একসাথে কাজ করার আহ্বান জানান| অনুষ্ঠানের এক পর্যায়ে অনলাইনে প্রধান অতিথিকে নারী দিবসের শুভেচ্ছা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিসবাহ আহমদ|
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষিকা সানজানা ইসলাম,শিক্ষিকা ফাতেমা বেগম, শিক্ষিকা আমিসা বেগম ও স্বেচ্ছাসেবী রুশনা বেগম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ফারহানা আহমেদ,কার্যকরী সদস্য সালমা বেগম,আনিকা তাবাসসুম প্রমূখ |
সংগঠনের সাধারন সদস্য ও প্রশিক্ষণার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মিন্নি আখতার ,নুরুন্নেছা খাতুন ,সেজুতি ,সুবর্ণা দাস ,শান্তা রানি ,ফারহানা প্রমূখ |
অনুষ্ঠান শেষে সংগঠনের ভাইস চেয়ারম্যান ফারহানা আহমদ নারীদের নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি উপস্থাপন করেন |