নিজস্ব প্রতিবেদকঃ সামাজিক সংগঠন পরিবর্তন’র উদ্যোগে সিলেট ও ঢাকায় দুটি পৃথক অনুষ্ঠানে ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় |
সংগঠনের চেয়ারম্যান মিসবাহ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পরিবর্তন’র উপদেষ্টা জনাব ড. শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম ।
প্রধান অতিথি ঢাকা থেকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে সিলেটের পরিবর্তন কার্যালয়ে উপস্থিত কার্যকরী সদস্য ও কর্মকর্তাদের সাথে আলোচনায়ও অংশগ্রহণ করেন |
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলী আকতার উজ্ জামান বাবুল,নাসিমা বেগম,
ফারহানা আহমদ,সালমা বেগম, মোয়াইমিন চৌধুরী বাপ্পী (এপিপি),হোসাইন আহমদ রফি,তাসফিয়া তাবাসসুম,নাদিয়া আফরিন,মাসুদুর রহমান টুটুল,কায়সার আনোয়ার,আনিকা তাবাসসুম,মিন্নি আক্তার, তাসমিনা আক্তার,ইসলাম শেখ,মাহবুব হাসান,নাহিদ হাসান, নাজমুল হোসেন,রিশাত নুর,হাসিনুর রহমান,মনিরুজ্জামান,আবু বক্কর,সালেক আহমদ প্রমূখ |
প্রধান অতিথি উনার বক্তব্যে ৫২ এর বাংলা ভাষার গুরুত্ব ও তাৎপর্য,বিশ্বে বাংলা ভাষার ব্যবহার,শহীদের আত্মত্যাগ এবং বাংলা ভাষা দাবীতে বঙ্গবন্ধুর ভূমিকার বিষয় তুলে ধরেন | পাশাপাশি তিনি পরিবর্তনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং সহযোগিতার মনোভাব ব্যক্ত করেন |