নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সামাজিক সংগঠন পরিবর্তন এর উদ্যোগে দেশের বেকার ও অদক্ষ জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের বাইরে দক্ষ জনশক্তি প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম এবং বাংলাদেশ সরকারের এসডিজি বাস্তবায়নে ‘পরিবর্তন ও দক্ষতার শক্তি বাংলাদেশের অর্থনীতি’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভার আয়োজন করা হয় |
সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলী আখতার উজ্ জামান বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর মহাপরিচালক,
(অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলাম এনডিসি | বিশেষ অতিথি ছিলেন কিংডম অফ বাহরাইন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধানমন্ত্রীর কার্যালয়) এর পরিচালক মো. কামরুজ্জামান, বিশ্বব্যাংকের উপদেষ্টা (শিক্ষা বিভাগ) এবিএম খুরশেদ আলম।
অনুষ্ঠানে সামাজিক সংগঠন পরিবর্তন এর বিগত দিনের কার্যক্রম এর উপরে একটি স্লাইড পরিদর্শন ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মিসবাহ আহমদ |
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএমইটির মহাপরিচালক তার বক্তব্যে বলেন,দেশের ভিতরে বেকারত্ব কর্মসংস্থান এবং দেশের বাইরে দক্ষ জনশক্তি স্মরণ এর ক্ষেত্রে বাংলাদেশ সরকারবিভিন্ন পরিকল্পনা কার্যক্রম অব্যাহত রেখেছে | আমরা চাইনা কোন অদক্ষ কর্মী দেশের বাইরে গিয়ে নিজে বিপদে পড়ুক তবে শুধুমাত্র বিদেশমুখী না হয়ে দক্ষতা উন্নয়নের মাধ্যমেআত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে সবাইকে নিজস্ব জায়গায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানান|
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি তার স্বরচিত একটি কবিতা আবৃত্তি করেন|
অনুষ্ঠানে দেশ এবং বিদেশের বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন |