নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রভিত্তিক টেকনোলজি কোম্পানি ও বাংলাদেশ সরকার অনুমোদিত ব্রিটিশ,আমেরিকান ও বাংলাদেশী মালিকানাধীন বিএমএম টেকনোলজি লিমিটেড বাংলাদেশ এর আয়োজনে “কর্মী পরিচিতি বা স্বীকৃতি অনুষ্ঠান সম্পন্ন হয়|
বিএমএম টেকনোলজির শিকড় থেকে শীর্ষে বা “Root To Top” প্রজেক্টের আওতায় এ বছরে প্রায় ১৫ জনকে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা এবং ইন্টার্নশিপ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হয়|
উল্লেখ্য বিএমএম টেকনোলজির “শিকড় থেকে শীর্ষে” Part 1 to 4 প্রক্রিয়ার মাধ্যমে নতুন স্টুডেন্টদের বিভিন্ন ফ্রি কোর্স এবং অন্যান্য কোর্স প্রদান করে দক্ষতা বৃদ্ধি করে পরবর্তীতে ইন্টার্নশিপ প্রক্রিয়ার (Learning by Doing and Earning by Learning) এর মাধ্যমে অভিজ্ঞ ও যোগ্যতা সম্পন্ন করে ক্যারিয়ার গঠনের লক্ষ্যে সরাসরি কোম্পানিতে চাকুরীর সুযোগ প্রদান করা হয়|
ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ডিজিটাল মার্কেটিং এ বেস্ট ফিল্যান্সার হিসেবে রায়হান আহমদ কে BMM Chairman Award’2021 Best Freelancer’2020 সম্মাননা প্রদান করা হয় | এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পদে নিয়োগকৃত কর্মকর্তা ও ইন্টার্নশিপ কর্মকর্তাদের কোম্পানির আইডি কার্ড প্রদান করা হয়|
অনুষ্ঠানে বিএমএম টেকনোলজি লিমিটেড বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মিসবাহ আহমদ বলেন বিএমএম টেকনোলজি যদিও একটি কমার্শিয়াল প্রতিষ্ঠান তারপরও সামাজিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী ও পেশার শিক্ষিত অর্ধ শিক্ষিত বেকার অদক্ষদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে প্রযুক্তির সেবা আরো ত্বরান্বিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের সিলেট বিভাগ থেকে তার যাত্রা শুরু করে| খুব শীঘ্রই ঢাকা সহ সমগ্র বাংলাদেশে এই প্রতিষ্ঠান তাদের সেবা চালু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন|
তিনি বলেন বিএমএম টেকনোলজির শিকড় থেকে শীর্ষে প্রজেক্ট বেকারত্ব দূরীকরণের জন্য একটি মাইলফলক | এটি পুরোপুরি একটি সমাজ উন্নয়নমূলক প্রকল্প যেখানে বিএমএম টেকনোলজি ভর্তুকি দিয়ে বিভিন্ন ধাপে একজন অদক্ষ ব্যক্তিকে পুরোপুরি দক্ষ করে পেশাদারী করে সরাসরি কোম্পানিতে চাকরি করার সুযোগ প্রদান করে|
ইনশাআল্লাহ আগামী বছরের মধ্যে শিকড় থেকে শীর্ষে প্রকল্পের আওতায় সমগ্র বাংলাদেশে একটি বিশাল সংখ্যার অদক্ষ জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে|
অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের প্রশিক্ষকবৃন্দ,স্টুডেন্টদের অভিভাবকবৃন্দ,কর্মকর্তা ও ইন্টার্নশিপ কর্মকর্তাবৃন্দ, ইন্টার্নশিপ স্টুডেন্ট ও রানিংব্যাচ স্টুডেন্টবৃন্দ ও বিএমএম পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন|