নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা । গত একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা ৫০ জন। এর মধ্যে সাতাশ জন সিলেটের।
এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। ৩০ মে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নতুন ৫০ জনসহ সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২২ হাজার ৫১১ জন। শুধু সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭২৫ জন। আর সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ১৮২ জন।
গত ১ দিনে সিলেট হাসপাতালে ভর্তি হয়েছেন পনেরো জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ২৪০ জন।