বিনোদন ডেস্কঃ
২০১৬ সালের ২৫ মে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহ হয় ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির। । ২৫ মে তাদের পঞ্চম বিয়েবার্ষিকী ছিল,সেখানে মাহি জানান যে তারা আর একসঙ্গে থাকছেন না।
এ বিষয়টি নিয়ে ধুম্রজাল তৈরি করেছেন তারা। কখনো বলছেন ডিভোর্স হয়নি, কখনো বলছেন দুই বছর আগেই ডিভোর্স হয়েছে। এবার অপু জানিয়েছেন যে দুইদিন আগে তাদের ডিভোর্স হয়েছে।
এ প্রসঙ্গে অপু আরও বলেন, ‘দুই বছর আগে আমাদের বিচ্ছেদ হয়েছে, এই তথ্য কেন ছড়ানো হলো আমার জানা নাই। বিষয়টি নিয়ে আমি মাহির সঙ্গেও কথা বলেছি। সে বললো, এটা সে কাউকে বলেনি। চাইলে আপনারা মাহির সঙ্গে কথা বলতে পারেন। দুই দিন আগে আমাদের বিচ্ছেদ (স্বাক্ষর) হয়েছে।’
তবে দুই পরিবার আবারো বসবেন বলে জানালেন অপু।