বলিউডের জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া-অভিষেকের বিয়ের ১৪ বছর পূর্ণ হলো। তাদের পারিবারিক জীবন নিয়ে ভক্তদের প্রচুর আগ্রহ।
অভিষেক বচ্চন শুক্রবারে এক ভক্তের সঙ্গে ঐশ্বরিয়ার বিষয়ে এক গুপন কথা শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
অভিষেক-ঐশ্বরিয়া যখন বিদেশে সুখের সাগরে ছিলেন তখন এক যুবক হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ঐশ্বর্যকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন ‘আমাকে বিয়ে কর’ ।
‘জুনিয়র’ বচ্চন সঙ্গে সঙ্গে পাল্টা জবাবে জানান, ‘দুঃখিত! ঐশ্বর্য আমায় বিয়ে করেছেন’।
ভক্তের আবদার আর স্বামীর জবাব সেদিন মন ভালো করে দিয়েছিল বিশ্বসুন্দরীর। আর সেই ভিডিও সামাজিক নেট মাধ্যমে শেয়ার করেছেন অভিষেক। সেটি অভিষেক-অনুরাগীদের মন ভালো করছে।