বাহরাইন প্রতিনিধি :
বাহরাইনে আগত যাত্রীদের জন্য বাহরাইন সরকারের জারীকৃত সর্বশেষ নির্দেশনা জানানো হয়|
এ নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ, ইন্ডিয়া,পাকিস্তান,শ্রীলংকা ও নেপাল থেকে আগত যাত্রীদের জন্য ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে যা ২৩ মে থেকে কার্যকর হবে|
এক্ষেত্রে যাদের নিজের নামে বা পরিবারের কারো নামে ফ্ল্যাট বা রুমের চুক্তিপত্র আছে শুধুমাত্র তারাই সেই চুক্তিপত্র প্রদর্শন করে হোম কোয়ারেন্টাইনে থাকতে পারবেন অন্যথায় চুক্তিপত্র দেখাতে সক্ষম না হলে তাকে ফ্লাইটের পূর্বে বাহরাইন সরকার অনুমোদিত হোটেলে ১০ দিনের কনফার্ম বুকিং করে আসতে হবে।
সরকার অনুমোদিত হোটেলের তালিকা হল:
১. হলিডে বাহরাইন হোটেল এক্সিবিশন রোড, মানামা
২. জেসমিন টাওয়ার, হুরা
৩. ক্রিস্টাল প্যালেস হোটেল,জুফের
৪. মার্কো পোলো হোটেল, হুরা
৫. মন্ট্রিল হোটেল, হুরা
৬. রয়েল পোনিসিয়া হোটেল, মানামা
৭. বি আই ডব্লিউ এপার্টমেন্ট, হিদ
৮. সোয়ান টাওয়ার, বিল্ডিং নং ১৪৯২,ব্লক ৩২৪
৯. টাঙ্গিয়ার টাওয়ার, বিল্ডিং ১০০২, ব্লক ৩৪০, রোড ৪০২১
১০. মোনটানা টাওয়ার, বিল্ডিং ৬২২, ব্লক ৩২৪, রোড ২৪১১
১১. ড্রিম প্লাজা, বিল্ডিং ১২৩৮, ব্লক ৩৪০, রোড ৪০২৬
১২. আব্দুল্লা প্লাজা, বিল্ডিং ১৯৮২, ব্লক ৩৪০, রোড ৪০২৬