নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইন নিউজ পোর্টাল thechange24 এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের প্রতিটি জেলা/ উপজেলা/ ক্যাম্পাস ও প্রবাসী সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আপনি যদি সৎ ও কর্মঠ হোন, অনলাইন গনমাধ্যমে কাজ করতে যদি ইচ্ছা থাকে তবে আবেদন করতে পারেন।
যোগ্যতাসমূহঃ
১. সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
২. উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে।
৩ . সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
৪. মিশুক মনের অধিকারী হতে হবে।
৫. পুরুষ / মহিলা উভয়েই আবেদন করতে পারবেন
শর্তসমূহঃ
১. কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. কপি নিউজ করা যাবে না।
৩. ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে।
৪. রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধি কোন নিউজ করা যাবে না।
আবেদন করতে সিভি পাঠান নিচের এই-মেইলেঃ
thechange24news@gmail.com
জরুরী প্রয়োজনেঃ +88 01972- 99 65 33
আমাদের ওয়েবসাইটঃ
www.thechange24.com