এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মরহুম হুমায়ুন কবীর স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে বালিহাটা মড়লবাড়ি স্পোর্টিং ক্লাব আয়োজিত বালিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ময়মনসিংহের কেওয়াটখালী পার্ক ফেদারকে ৩-২ গেইমে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জের উচাখিলা সুপার বয়েজ। খেলায় জেলার বিভিন্ন অঞ্চলের থেকে আটটি দল অংশ গ্রহন করে।
ফাইনাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া ও উচাখিলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।
টুর্নামেন্ট কমিটির সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে তারুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রব, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, বালিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার রাকিবুল হাসান রুবেল, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক সারোয়ার জাহান স্বপন, হাসমত আলী, ফারুক আহমেদ, ইউপি সদস্য সাইফুল ইসলাম, মঞ্জুরুল আহসান ফরহাদ, জাকির হাসান রাসেল, শাহজাদা ইমরান, যোবায়ের হাসান তামিম, মোনায়েমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন মেহেদি হাসান পরাগ। বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।