নিজস্ব প্রতিবেদক : এখনই লকডাউন হচ্ছেনা সিলেট। বুধবার সিলেটের জেলা প্রশাসকের বৈঠক সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। একই সাথে করোনার পরিসংখ্যান অনুযায়ী সিলেটে পূর্ব ঘোষিত তিনটি জোন অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। বৈঠকসুত্র জানায়, সিলেটকে নতুন করে আবার তিনটি জোনে বিভক্ত করার কাজও শুরু হচ্ছে।
আজ বুধবার (১৭ জুন) সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পুলিশের সহায়তায় নতুন করে সিলেটের সকল এলাকাকে তিন জোনে ভাগ করার কথা জানিয়ে প্রক্রিয়া সম্পন্ন করে ২/১ দিনের মধ্যেই লকডাউন বিষয়ে সিদ্বান্ত গ্রহণ করার কথাও জানানো হয়।
বৈঠকে সিভিল সার্জন এবং পুলিশের তথ্য সমন্বয় করে জেলা মাল্টিসেক্টরাল কমিটিতে প্রেরণের সিদ্বান্ত গৃহীত হয়। তার উপর ভিত্তি করে রেড, ইয়োলো ও গ্রিন জোন করা হবে। পরে তা কেন্দ্রীয় কারিগরি কমিটিতে পাঠানো হবে। তারা এটা পর্যালোচনা করে মতামত দিবে। বৈঠক সুত্র জানায় পর্যালোচনা শেষে জোন ভিত্তিক একটি ম্যাপ তৈরি করা হবে। কারণ ম্যাপ না হলে সেনাবাহিনী, পুলিশ বা অন্যকেউ কাজ করতে পারবে না। সেই ম্যাপ নিয়ে সিভিল সার্জন ঘোষণা দিবেন কোন কোন এলাকা লকডাউন হবে।
এ ব্যাপারে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম সুমন বলেন, সিসিকের সকল প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের মতামত ক্রমে আমরা মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে একটি প্রস্তাবনা পাঠিয়েছি। সেই প্রস্তাবনায় শনিবার থেকে লকডাউন ঘোষণার জন্য অনুমতি চাওয়া হয়েছে। তিনি বলেন, এখনও এ বিষয়ে সাড়া পাওয়া যায়নি। সেখান থেকে গ্রিন সিগন্যাল পেলেই লকডাউন ঘোষণা হতে পারে।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসকের মোবাইল ফোনে ফোন দেওয়া হলেও অপর প্রান্তে রিসিভ না হওয়ায় লকডাউন বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।